আজকের উপেন
জমি মাফিয়া অনিল ঘোষ
মাননীয় মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ
আমি মালদহ জেলার রতুয়া থানার জাননগর গ্রামের বাসিন্দা । আমার কয়েক পুরুষ এই গ্রামে বসবাস করেছেন । আমি চাকরির প্রয়োজনে দুর্গাপুরে বসবাস করতাম আর আমার বৃদ্ধা মা গ্রামে থাকতেন , ছিল ছোট্ট ঘরে । স্বামির ভিটে ছাড়তে রাজি হয়নি , তার মৃত্যুর পর আমার আমার বাস্তু ভিটে যাকে দেখা শুনার দায়িত্ব দিয়েছিলাম সে গায়ের জোরে আমার বাস্তু ভিটে দখল করে আমাকে আমার জন্মভুমি যেতে নানা রকম হুমকি দিচ্ছে । এমনকি হত্যার হুমকি দিচ্ছে । দুর্গাপুর প্রজেকট এর চাকরির অবসরের পর গ্রামে গিয়ে নিজ ভুমে নিজ বাড়ি গড়ে তুলে আমার এক প্রতিবন্ধি মেয়ে যার জন্য একটি ব্যবসা করে দিয়ে তাকে নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা করব ।
কিন্তু আমার দুর্ভাগ্য যাকে বিশ্বাস করে আমি আমার ভিটে জাননগর ছেড়ে এসে ছিলাম । আজ অনিল ঘোষ নামক এক জমি মাফিয়া আমার বাস্তু ভিটে তে বাড়ি করতে দিচ্ছে না । দিদি সমস্ত বিষয় আমি এস ডি ও চাঁচল কে জানাই , তিনি আজ পর্যন্ত কোন ্ব্যবস্থা নেননি । দিদি আমি আশা করি আপনি মা মাটী মানুষের নেত্রী, আমার প্রতি গায়ের জোরে যে জমি দখল রেখেছে অনিল ঘোষ তা প্রশাসন উদ্যোগ নিয়ে আমার ভিটে বাড়ি উদ্ধার করে দিক ।
যুগল কিশোর ঝা
No comments:
Post a Comment